দরজায় কড়া নাড়ছে দুর্গাপুজো (Durga Puja 2023)। আর বাঙালির পুজো মানেই পুজোর নতুন গান, নতুন সিনেমা, নতুন মিউজিক ভিডিও, নতুন ওয়েব সিরিজ। বিশেষত, পুজোর ছবি। যা নিয়ে বাঙালিদের মধ্যে উন্মাদনা থাকে তুঙ্গে। প্রতি বছরই পুজোয় কোনো কোনো ছবি মুক্তি পায় এবং ভাল ব্যবসা করে। কিন্তু এবছরের পুজো একটু অন্যরকম। তারায় ভরা। তেইশের পুজোয় প্রায় সব বড় প্রযোজনা সংস্থাই নিয়ে আসছে তাঁদের তাবড়-তাবড় বাজেটের ছবি। কী কী ছবি আসছে জেনে নিন…
বাঘাযতীন:
দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স নিয়ে আসছে ‘বাঘাযতীন’। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন দেব নিজে। প্রসঙ্গত, মূল ধারার ছবি থেকে সাময়িক বিরতি নিয়ে অভিনেতা ব্যোমকেশ, গোলন্দাজ সহ একের পর এক আইকনিক চরিত্রে অভিনয়ে মন দিয়েছেন।
জঙ্গলে মিতিন মাসি:
ক্যামেলিয়া এবং সুরিন্দর ফিল্মসের যৌথ প্রযোজনায় মুক্তি পাচ্ছে সুচিত্রা ভট্টাচার্যর উপন্যাস ‘সারান্ডায় শয়তান’ উপন্যাস অবলম্বনে ‘জঙ্গলে মিতিন মাসি’। ছবিটির পরিচালনা করছেন অরিন্দম শীলের। মিতিন মাসির ভূমিকায় দেখতে পাওয়া যাবে কোয়েল মল্লিকে।
রক্তবীজ:
উইনডোজের প্রযোজনায় আসছে, রক্তবীজ। খাগড়াগড় কাণ্ডকে কেন্দ্র করেই ছবির গল্প। পরিচালনায় নন্দিতা-শিবপ্রসাদ। অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়-মিমি চক্রবর্তী।
দশম অবতার:
এই প্রথম বাংলা সিনেমার ইতিহাসে আসতে চলেছে মাল্টিভার্স কপ সিনেমা। এসভিএফ-এর প্রযোজনায় এবং সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায়। তারায় ভরা ছবিতে থাকছেন যীশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, প্রসেনজিৎ, জয়া এহসান। টলিপাড়ার অন্দরের খবর, ‘২২ শ্রাবণ’ আর ‘ভিঞ্চিদা’র জোড়া সিক্যুয়েলও আসতে চলেছে তেইশের পুজোয়।