আজকের যুগে দাঁড়িয়ে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হল হোয়াটসঅ্যাপ (Whatsapp)। বহুল প্রচলিত এই মাধ্যমটি এবার নিয়ে এল নয়া ফিচার। মেটা’র (Meta) তরফ থেকে জানানো হয়েছে এবার থেকে নতুন কোনও গ্রুপ খুললে নাকি গ্রুপের নামকরণের প্রয়োজন নেই।
এতদিন হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলার পর প্রথমেই গ্রুপের একটি নামকরণ করতে হত। মেটা’র (Meta)-র সিইও মার্ক জুকারবার্গ জানিয়েছেন, এবার থেকে তা বাধ্যতামূলক নয়। ফলত, গ্রুপ তৈরির পর নাম না দিলেও সমস্যার কিছু নেই। হোয়াটসঅ্যাপের গ্রুপে চ্যাটিং, কলিং এবং বিভিন্ন ফাইল (ফটো, ভয়েস নোট, ভিডিও, ডকুমেন্ট) একসঙ্গে অনেকের কাছে শেয়ার করা আগেও যেত, এখনও যাবে।
এখন প্রশ্ন হল নামহীন গ্রুপের শিরোনাম কী হবে? এক্ষেত্রে গ্রুপের নির্দিষ্ট কোনও নাম না থাকায় গ্রুপের এক একটি সদস্যের নাম দেখাবে। অর্থাৎ ওই গ্রুপেরর যে সদস্যের নম্বরটি আপনার কাছে সেভ করা রয়েছে সেটিই গ্রুপের নাম হিসেবে আপনাকে দেখাবে। উল্লেখ্য, গ্রুপ তৈরির ব্যাপারে কোনও পরিবর্তন আনা হয়নি মেটার তরফ থেকে।