Home » Klikk: ক্লিক মিউজিকের নতুন নিবেদন ‘বোকাঘুড়ি’

Klikk: ক্লিক মিউজিকের নতুন নিবেদন ‘বোকাঘুড়ি’

Klikk

কলকাতাঃ বৃহস্পতিবার, ২৪শে অগস্ট মুক্তি পেল ক্লিক অ্যাপ ও ক্লিক মিউজিক ইউটিউব চ্যানেলের (KLIKK App ও KLIKK MUZIK YouTube) নতুন নিবেদন বোকাঘুড়ি। ক্লিকের এটি প্রথম মিউজিক ভিডিও।

Bokaghuri
‘বোকাঘুড়ি’ মিউজিক লঞ্চ…

‘অনিশ্চিত সময়েও শারীরিক সম্পর্কের উর্দ্ধে গিয়ে আন্তরিক ভালবাসাকেই আলিঙ্গন করে নিজের কাছের মানুষটার চিরন্তন অপেক্ষায় লিপ্ত থাকা’ গানটির উপস্থাপনার মূল আলোচ্য বিষয়।

পরিচালক জিৎ চক্রবর্তী ও ভিডিওকলে গায়িকা অণ্বেষা।

মিউজিক ভিডিওটির পরিচালক জিৎ চক্রবর্তী। গানটি গেয়েছেন অণ্বেষা এবং প্রাজ্ঞ দত্ত।

মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা ও সাহিল ফুল।

ইলেক্ট্রনিক লাউঞ্জের সঙ্গে শাস্ত্রীয় ও পপসঙ্গীত উভয়ের প্রভাবই এই গানের সমগ্র বিন্যাসে সম্মিলিত হয়েছে।
দৃশ্যের শুরু একটি ফোন কল থেকে। যেখানে আমরা ঐতিহ্যপূর্ণ বান্দিসগীতিকে মূল গানের প্রারম্ভেই এক অদ্ভুত সমন্বয়ে মিশে যেতে শুনি। পরবর্তীকালে, গান টি মূল বাংলাগীতির ধারা বয়ে নিয়ে গিয়ে শাস্ত্রীয় সুফিসঙ্গীতের সমন্বয়ে সমাপ্ত হয়ে প্রেম ও ত্যাগের ও সমর্পণের এক অনন্য উদাহরণ সৃষ্টি করে। মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন কলকাতার চলচ্চিত্র জগতের পরিচিত মুখ ও জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা ও মুম্বই এর সাহিল ফুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!