বাংলায় এখনও বিদায় নেয়নি বর্ষা। এবছর বর্ষাকাল যেন যেতেই চাইছে না। আর এই বৃষ্টির স্যাঁতস্যাঁতে সময় মানেই আনাগোনা বাড়ে জীবাণু ও নানান রোগের। শুধু রোগ নয়,জানেন কী এই সময় আপনার রোজের ব্যবহারের চশমা এবং লেন্সের যত্ন নেওয়াও সমান ভাবে জরুরি। কীভাবে নেবেন? রইল টিপস…
১. চশমা পরিষ্কার ও শুকনো কাপড় দিয়ে বারবার মুছে নেবেন।
২. যেখানে সেখানে চশমা খুলে রাখবেন না।
৩. কখনও লেন্স বা চশমার কাচে হাত না ধুয়ে হাত দেবেন না।
৪. লেন্স খুলে সবসময় সলিউশনে রাখবেন।
৫. চশমা বা লেন্স পরার পরে যদি চোখ জ্বালা বা চুলকানি হয়, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
৬. লেন্স খোলার আগে অন্তত ২০ সেকেন্ড হাত ধুয়ে নেওয়া উচিত।