Home » SRMB TMT bar এর সামাজিক উদ্যোগ

SRMB TMT bar এর সামাজিক উদ্যোগ

বৈশালী মণ্ডলঃ SRMB এর সামাজিক দায়বদ্ধতা বিভাগের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার বটিশ্বর গ্রামে প্রণবানন্দ সেলাই প্রশিক্ষণ কেন্দ্র শুরু হলো, পরিচালনায় ভারত সেবাশ্রম সংঘ। আজ তারই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রম এর পক্ষ থেকে স্বামী শুভব্রতানন্দ মহারাজ, SRMB এর ডিস্ট্রিবিউটার সৌভিক ঘোষ, এবং মথুরাপুর এক নম্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। এই বর্ণময় অনুষ্ঠানে ২৫ জন শিক্ষানবিস মহিলা সহ প্রায় ১০০ জন গ্রামবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কোম্পানির সামাজিক দায়বদ্ধতা বিভাগের আধিকারিক রঘুমণি চাটার্জী জানান
“SRMB স্বাস্থ্য শিক্ষা এবং স্বনির্ভরতার জন্য কাজ করে চলেছে। প্রায় দুই বছর পর এখানে আবার সেলাই শিক্ষা কেন্দ্র শুরু হওয়ার স্থানীয় মহিলাদের উৎসাহে আমরা অভিভূত ”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!