কলকাতাঃ অবশেষে সেই বহুল প্রতীক্ষিত মাহেন্দ্রক্ষণ। নজির গড়ল ভারত। চাঁদের মাটি ছুঁয়ে ফেলেছে বিক্রম। এদিন সন্ধ্যা ৬ টা ৪ মিনিটেই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করল চন্দ্রযান ৩-র (Chandrayaan-3) ল্যান্ডার বিক্রম। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে পা রাখল ভারত। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখল ভারত। মাত্র ৫১৫ কোটি টাকা খরচে সফল হল এই অভিযান, যা এক বিরল কীর্তি।
সম্প্রতি ইসরো প্রধান চন্দ্রযানের পাশাপাশি ইসরোর একাধিক প্রকল্পের কথা উল্লেখ করেছিলেন। তবে এবার চন্দ্রযানের সাফল্যের সময় আসন্ন। তবে জেনে নিন যে এলভিএম রকেট চন্দ্রযান -৩কে মহাকাশে নিয়ে গিয়েছে সেই রকেটের ডিজাইন করেছেন ইসরো প্রধান। শুধু মহাকাশের আনাচ কানাচ তাঁর হাতের মুঠোয় এমনটা নয়, সংস্কৃত ভাষাতেও তিনি দক্ষ। এই সাফল্যে গর্বিত মোদী-মমতারা।
দক্ষিণ আফ্রিকা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আমার প্রিয় পরিবাবেরর সদস্যরা যখন নিজেদের চোখের সামনে এরকম ইতিহাস তৈরি হতে দেখি, তখন জীবন ধন্য হয়ে যায়। এরকম ঐতিহাসিক ঘটনা রাষ্ট্রের জন্য গর্বের বিষয়। এই মুহূর্তটা অবিস্মরণীয়। এই মুহূর্তটা উন্নত ভারতের ঢক্কানিনাদ। এই মুহূর্তটা নয়া ভারতের ঢক্কানিনাদ।’ টুইট বার্তায় ইসরোর বিজ্ঞানীদের কুর্নিশ জানিয়েছে দেশবাসীকে শুভেচ্ছা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।