বইয়ের নামেই রাস্তার নাম তিলোত্তমায়
পর্ণা চ্যাটার্জী, কলকাতাঃ তিলোত্তমার বহু নাম, শহরের অলিগলিরও নাম রয়েছে কলকাতা শহরে। কলকাতা শহরের প্রত্যেক অলিগলির নামের সাথে লুকিয়ে আছে এক এক ইতিহাস। বিশেষত বাঙালি ইতিহাস। বাঙালিদের নাম অনুসারে নামকরণ হয়েছে কলকাতার রাস্তাঘাটের। অঞ্চল বিশেষে সেই জায়গায় বসবাসকারী রাজা জমিদার বা বিখ্যাত মানুষদের নামেই পরবর্তীকালে নামকরণ করা হয় সেই রাস্তাঘাটগুলির। এছাড়া অনেক অঞ্চলের বিশেষত্বের ওপর…