নতুনদের হিরো ওয়ারশিপ করার ক্ষেত্রে বাঙালি কি সীমাবদ্ধ ?
পর্ণা চ্যাটার্জী, কলকাতাঃ রবীন্দ্রনাথ ঠাকুর বা সত্যজিৎ রায় কোথায় একটা গিয়ে বাঙালিকে সীমাবদ্ধ করে দিয়েছে অন্যদের হিরো ওয়ারশিপ করার ক্ষেত্রে না? কেউ কবিতা লিখলে সে তো আর রবীন্দ্রনাথ নন এমন চিন্তা ভাবনা চলেই আসে বাঙালির মধ্যে। তেমনই পরিচালক মানে সত্যজিৎ রায়ের সঙ্গে, অভিনেতা মানেই উত্তম কুমার বা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে, খল নায়ক হলেই উৎপল দত্তের…