সবুজ বাজীতেই বাজীমাত। কালীপুজো ও দীপাবলীতে বাংলায় লক্ষী লাভ ৮ হাজার কোটির।
হিন্দিতে একটি প্রবাদবাক্য আছে, বুরি নজরওয়ালে তেরা মুহ কালা। অর্থাৎ যারা সুখ সাচ্ছন্দ ও সমৃদ্ধির ওপর কুনজর দেয় তাদের মুখে কালি। মাননীয়া মমতা বন্দোপাধ্যায় মূখ্যমন্ত্রী পদে আসীন হবার পর থেকেই বাংলার শারদ উৎসব আগের থেকে অনেক বেশীই প্রসিদ্ধ হয়েছে।। তাঁর অনুপ্ররনা এবং অনুদান, যা বিরোধীদলের কাছে ও বিক্ষুব্ধ বুদ্ধিজীবীদের কাছে কটাক্ষ ও সমালোচনার বিষয় হলেও…