গঙ্গা দশহারা পুজায় মা গঙ্গার অজানা কথা
বৈশালী মণ্ডলঃ জ্যৈষ্ঠ মাসের শুক্ল দশমী তিথিতে প্রতি বছর গঙ্গা দশহরা পালন করা হয়। এই তিথিতে দেবী গঙ্গা মর্ত্যে নেমে এসেছিলেন। পৌরাণিক বিশ্বাস অনুসারে, ভগীরথ তাঁর পূর্বপুরুষদের আত্মাকে বাঁচাতে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন। এই কারণে গঙ্গাকে ভাগীরথী বলা হয়।গঙ্গা দশেরার দিনে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে, এমনটাই বিশ্বাস করা হয়। আসুন জেনে…