গরমে রক্ষা নেই,আবার লোডশেডিং দোসর !
স্বর্ণালী পাত্র, কলকাতা: একটা সময় লোডশেডিং ছিল রোজকার ব্যাপার। সন্ধ্যে নামলেই পাড়ায় পাড়ায় নিভে যেতে আলো, বাড়িতে বাড়িতে জ্বলে উঠতো মোমবাতি কিংবা হারিকেন। অনেককাল কলকাতা সহ শহরতলীর বাসিন্দারা এই সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। তবে,এই বছর যখন গরমের প্রভাব অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি, তখন লোডশেডিং হয়েছে দোসর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতায় গরমের প্রকোপ থাকবে…