এবার সারমেয় দের সৎকারের জন্য চালু হল ইলেকট্রিক চুল্লী।
আমাদের হিন্দু রীতি অনুযায়ী, আমাদের প্রিয়জন দের মৃত্যুর পর তার মৃতদেহ কে আমরা পবিত্র অগ্নি মাধ্যমে পঞ্চভূতে বিলীন করে থাকি। পুরাতন কালে এই কার্য সম্পাদনে ব্যাবহৃত হত প্রচুর পরিমানে কাঠ বা গাছের গুড়ি। ফলত কাঠের বা গুড়ির জোগান দিতে কেটে ফেলতে হতো বহু গাছ এবং সেই কাঠের চিতা তে মৃতদেহ দাহ করার পদ্ধতি ছিল ভীষন…