শ্রেষ্ঠ বাঙালি সম্মানে মনোনীত হলেন বিশিষ্ট লেখক ও রাবীন্দ্রিক গবেষক শ্রী সমীর শীল ।
তাঁর গবেষনার বিষয় রবীন্দ্রনাথ। রবীন্দ্র সাহিত্য ছাড়া ও তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে “কৃষক ও প্রানীপালক রবীন্দ্রনাথ” হিসাবে চিহ্নিত করে গবেষণা করেছেন। এছাড়া তাঁর গবেষনার বিষয় হিসেবে লালন, চৈতন্য মহাপ্রভু, জীবনানন্দ,চর্যাপদ, মেঘদূত প্রভৃতি উল্লেখযোগ্য। তার প্রকাশিত এবং সম্পাদিত গ্রন্থ গুলি পাঠক মহলে যথেষ্ট সমাদৃত। তার লেখা গান “বন্ধু কেমন আছিস, তুই বল ” ভাইরাল হয়েছে বিগত কোলকাতা…