শ্রাবণী পূর্ণিমার রাখীবন্ধন এবং ‘বঙ্গচ্ছেদে রাখীবন্ধন’ সম্পূর্ণ আলাদা দুটি ঘটনা
পর্ণা চ্যাটার্জী, কলকাতাঃ শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে ভাইয়ের মঙ্গলকামনায় রাখি পরানোর প্রথা সেই রামায়ণ মহাভারতের যুগ থেকে চলে আসছে। ১৯০৫ সালের ক্যালেন্ডারে একটি নয় রাখি উৎসব পালিত হয় দুদিন ধরে। না পূর্ণিমা তিথি বা শ্রাবণ মাস নয়, বাংলার ৩০ শে আশ্বিন, ইংরেজি ১৬ই অক্টোবর দ্বিতীয় বার রাখি পালিত হয়। তিথি দেখে নয় বরং বঙ্গভঙ্গের বিল…