আজ তারাপীঠে নেমেছে ভক্তের ঢল। গোটা বাংলা জুড়ে কোশিকী অমাবস্যা উদযাপন।
বাঙালির বারো মাসের তেরো পার্বনের অন্যতম হল এই কৌশিকী অমাবস্যা। শাস্ত্র ও তন্ত্রমতে ভাদ্র মাসের এই তিথিতে যাবতীয় রীতি মেনে কালীপুজো করা হয় যার গুরুত্ব অসীম। কথিত আছে এই অমাবস্যা মেনে চললে ভক্তের জীবনের সব বাধা বিপত্তির সমাধান হয়। আর যদি কঠিন গুপ্ত সাধনার মাধ্যমে কৌশিকী অমাবস্যা পালন করে সিদ্ধিলাভ করা যায় তাহলে আশাতীত সাফল্য…