ওয়েবসাইটের মাধ্যমে ই-কমার্স সংস্থাগুলো নিয়ম ভেঙে এমন কিছু অ্যাসিড বিক্রি করছে যেগুলির ক্ষতিকারক ক্ষমতা অনেক বেশি।
আর সেই কারণেই ‘ফিল্পকার্ট ইন্টারনেট প্রাইভেট লিমিটেড’ ও ‘ফ্যাশনিয়ার টেকনোলজিস প্রাইভেট লিমিটেড’ কে বিজ্ঞপ্তি পাঠালো কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষ(সিসিপিএ)। তাদের মতে খোলা বাজারে এরকম অ্যাসিড বিক্রি করা খুবই বিপজ্জনক। অপরাধ এড়াতেই তারা এই পদক্ষেপ নিয়েছে। ৭ দিনের মধ্যে ওই দুই সংস্থাকে শো কজের নির্দেশ দিল সিসিপিএ।
সম্প্রতি দিল্লিতে ১৭ বছরের এক কিশোরীর উপরে অ্যাসিড হামলার ঘটনায় হামলাকারীরা ‘ফ্লিপকার্ট’ থেকে অ্যাসিড কিনেছিল বলে জানা যায়। তারপরই তৎপর হয়ে ওঠে সিসিপিএ। সিসিপিএ জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে আগেই অ্যাসিড হামলা রুখতে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক।
তবে ই-কমার্স সংস্থাগুলি যেহেতু গোটা দেশে অনলাইনে পণ্য বিক্রি করে তাই তারা সহজেই ওই নির্দেশ এড়াতে পেরেছে বলে মনে করছে সিসিপিএ।