ঠিক কবে থেকে চালু হবে শিয়ালদহ মেট্রো টা এখনো সঠিক ভাবে জানা নেই। কাজ প্রায় শেষের মুখে। রাজ্যবাসিও মুখীয়ে আছেন নতুন মেট্রো স্টেশনের জন্য। কিছুদিন আগেই বিভিন্ন খবরের মাধ্যমে শিয়ালদহ মেট্রো স্টেশনের ছবি প্রকাশিত হয়েছিল।
কিন্তু উদ্বোধনের আগেই কেন্দ্রীয় সরকারের নতুন নীতি অনুযায়ী রেল কে বেসরকারিকরনের কাজ শুরু হয়ে যাবার ফলে কলকাতার একটি পরিচিত বানিজ্যিক সংস্থা শিয়ালদহ মেট্রো স্টেশন কে ৩ বছরের জন্য লিজে নেবার বরাত পেল। কলকাতা তথা ভারতের অন্যতম কুরিয়ার কোম্পানি DTDC পেল এই বরাত। কেন্দ্রীয় সরকার কিছু দিন আগেই টেন্ডার ডেকে ছিল আর সেই টেন্ডার পেল এয়াই সংস্থা। এবার থেকে শিয়ালদহ মেট্রো স্টেশনের নাম হল – DTDC শিয়ালদহ মেট্রো।
মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন প্রতিটি মেট্রো স্টেশনর নামের আগেই অন্যকোন বানিজ্যিক সংস্থার নাম বসবে যারা টেন্ডারের শর্ত মেনে চলবেন। এবং নিয়ম অনুযায়ী শিয়ালদহ মেট্রো স্টেশনের ১৫০০ বর্গ ফুট এরিয়া DTDC তাদের বানিজ্যিক কারনে ব্যাবহার করতে পারবেন। প্রতিটি গেটে থাকবে DTDC-র বানিজ্যিক লোগো থাকবে ব্রান্ডিং এর অধিকার। স্টেশন টির উদ্বোধনের দিন ঠিক করে খুব তাড়াতাড়ি জনসাধারনের জন্য খুলে দেওয়া হবে।