পুজোর বাকি এখনো প্রায় বিশ-বাইশ দিন। বিশ্বকর্মা পুজো আগামী কাল। মহালয়া বাকি এখনো প্রায় দিন সাতেক কিন্তু এর মধ্যেই সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েগেল বরানগর ন’পাড়া দাদা ভাই সংঘের ১৯ তম বর্ষের প্রতিমার ছবি। জনৈক সুশান্ত পোদ্দার নামে এক ব্যাক্তি ফেসবুকের দুর্গা পুজো সংক্রান্ত একটি গ্রুপে এই ছবি প্রকাশ করে লেখেন –
🌼🌿 শারদোৎসব – ২০২২ 🌼🌿
দুর্গাপুজোর ইতিহাসে সর্বপ্রথম সিলিকনের মাতৃপ্রতিমা দর্শন করুন ❤️🙏
ন-পাড়া দাদাভাই সংঘ
১৯ তম বর্ষ
THE IDENTITY
“পরিচয়”
রূপায়ণে – সন্দীপ মুখার্জী ।।
মাতৃরূপে – সুবিমল দাস ।।
প্রতিমা চিত্রাঙ্কন – অভ্রনীল মালাকার ।।
এই পোষ্টের সত্যতা আমরা জাচাই করিনি তবে প্রতিমার রুপ নিঃসন্দেহে মনোমোহিনী। প্রতিমা শিল্পী বহু শারদীয় পুরস্কারের দাবী রাখতেই পারেন।
যদিও এখানে দেখে বোঝাই যাচ্ছে, প্রতিমার কাজ এখনো সম্পূর্ণ হয়নি । তবে আশাকরা জায় খুব দ্রুত কাজ সম্পন্ন হবে এবং আগামী মহা-পঞ্ছমী তে এই প্রতিমা উদ্বোধনে উপস্থিত থাকবেন কলকাতার বিখ্যাত নায়ক প্রসেঞ্জিত ও দেব । আসবেন তাদের নতুন সিনেমা ”কাছের মানুষ” এর প্রচার করতে ।