বিগত দু দুটি বছর , উমা কৈলাস থেকে মর্তে বাপের বাড়ি এসে ছলে যাবার পরেই , বঙ্গে ” করোনাসুর’ এর দাপট বেড়েছিল । সেই নিয়ে কম বিতর্ক হয়নি । যেসব মণ্ডপে তৎকালীন সময়ে মানুষের ভিড় উপচে পড়েছিল সেই সব পুজো কমিটি দের নিয়েও শুরু হয়েছিল নানা রকম কটাক্ষ ।
পুজোর আনন্দ মনে থাক্লেও অনেক মানুষ নিজেকে বা স্পরিবারে রেখে ছিলেন গৃহ বন্দি । এমন কি স্বয়ং মা দুর্গা কেও সপরিবারে সন্তান দের কথা ভেবে উন্মুক্ত মণ্ডপে থাকতে হয়েছিল পুজোর পাঁচ টা দিন । এসব ”মা” এর কি পছন্দ হয় । তাই এবার সত্যই তার ত্রিশূলে বিদ্ধ করলেন ”করোনাসুর” কে ।
আজ পশ্চিমবঙ্গের, পরিবার ও স্বাস্থ্য মন্ত্রক থেকে তাদের অফিসিয়াল টুইটার থেকে জানান হল সেই রকমই তথ্য । বর্তমানে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা মাত্র ১৮০ জন ।
WB COVID-19 Daily Health Bulletin: 11 October 2022. A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking.
পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ১১ অক্টোবর ২০২২। পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন।#BengalFightsCorona pic.twitter.com/a79WIg86ia
— Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) October 11, 2022