Home » ওয়ার্ল্ড সিওপিডি ডে উপলক্ষে নারায়াণা মাল্টিস্পেশালিটি হাসপাতাল, যশোর রোড বারাসাত ইউনিটের পক্ষ এক সাংবাদিক বৈঠক

ওয়ার্ল্ড সিওপিডি ডে উপলক্ষে নারায়াণা মাল্টিস্পেশালিটি হাসপাতাল, যশোর রোড বারাসাত ইউনিটের পক্ষ এক সাংবাদিক বৈঠক

ডাঃ অভ্রদীপ দাস, কনসালটেন্ট পালমনোলজিস্ট বলেন, সিওপিডি হলো ফুসফুসের একটি প্রদাহজনিত রোগ যা ধোঁয়া ও ধুলোৱ সংস্পর্শে বা ধূমপানজনিত কারণে হয়। ফুসফুসের বায়ুথলি ও শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়, যা অনেকক্ষেত্রেই স্থায়ী ও ক্রমবর্ধমান। যেটা অনেকসময় অনেক বিপদজনক। এটিকে প্রতিরোধ কৱতে ধূমপান থেকে ও চুলাৱ ধোঁয়া থেকে দূরে থাকতে হবে। সঠিকভাবে ইনহেলাৱ থেৱাপিৱ মাধ্যমে শ্বাসনালীৱ সঙ্কোচন কমিয়ে প্ৰসাৱিত কৱতে পাৱলে সিওপিডি থেকে মুক্তি পাওয়া যায়। সিওপিডিৱ ইনফেকশান কন্ট্রোলের জন্য প্রতিবছৱ ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন ও নিউমোককাল ভ্যাকসিনেশন প্রয়োজন।

ডাঃ স্বরূপ পাল, কনসাল্টেন্ট পালমনোলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার বলেন, সিওপিডি একটি প্রতিরোধ এবং চিকিৎসা করার মত রোগ, যেটিকে সঠিক সময়ে ধরা গেলে এবং গ্রাফিলতি না করে চিকিৎসা করলে অনেকাংশে রোগীকে ভালো করে রাখা যায়। এবং এক্ষেত্রে রোগীকে ডাক্তারের সঠিক পরামর্শ মত চলতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!