বাড়ছে জল সংকট খরদাহ অঞ্চলে দেখা গেল পানীয় জলের ভোগান্তি
বৈশালী মণ্ডলঃ সুইমিংপুলে পৌরসভার পানীয় জল ব্যবহারে খরদা দেখা গেল জল সংকট। ৪ নং ওয়ার্ডের সূর্যসেন এলাকায় বাচ্চাদের সাঁতার প্রশিক্ষণ শুরু করে কোন বৈধ ছাড়পত্র ছাড়াই পাশাপাশি ব্যবহার করে পৌরসভার পানীয় জল. অভিযোগটি পৌরসভার কর্তৃপক্ষের কাছে গেলে খড়দহ জল বিভাগের পৌর পরিষদ শান্তনু ভট্টাচার্য সিম্পল কর্তৃপক্ষকে নোটিশ পাঠায় পৌরসভার জল ব্যবহার করত স্কুল কর্তৃপক্ষকে নিষেধ…