অবসর নিচ্ছেন মিতালি রাজ
বৈশালী মণ্ডলঃ মিতালি রাজ টুইটারে একটি বার্তায় “সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার” মিতালি রাজ, লিখেছেন, “আমি মনে করি এখন আমার খেলার ক্যারিয়ারে পর্দা নামানোর উপযুক্ত সময় কারণ দলটি কিছু অত্যন্ত প্রতিভাবান তরুণ খেলোয়াড়ের হাতে রয়েছে এবং ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত উজ্জ্বল।” যদিও তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা কী সে বিষয়ে কোনো নির্দিষ্ট সূচক দেননি,…