Home » চালু হলো অপ্রাপ্তবয়স্কদের জন্য পেনশন

চালু হলো অপ্রাপ্তবয়স্কদের জন্য পেনশন

একটা সময় শুধুমাত্র সরকারি কর্মচারীরাই পেনশন পেতো।কিন্তু এখন নাবালক শিশুদেরও পেনশন এর ব্যবস্থা করল সরকার।
অম্বিকা কুন্ডু, কলকাতা
সন্তানদের লম্বা জীবনের জন্য তাঁদের ভবিষ্যত নিশ্চিত করে সঞ্চয় করার জন্য (NPS Vatsalya) এনপিএস বাৎসালিয়া স্কিম এনেছে সরকার। এত স্কিমে অপ্রাপ্ত বয়স্কদের জন্য ফান্ড গড়ে তোলা সম্ভব।
এদিন অর্থ মন্ত্রী নির্মলা সীতারাম এই প্রকল্প চালু করেন। এ প্রকল্প চালু করার পাশাপাশি শিশুকে তাই অবসরে অ্যাকাউন্ট নাম্বার বিতরণ করেছে।। উনি জানিয়েছেন ‘আপনি যখনই কোনো সন্তানের জন্মদিনের অনুষ্ঠানে যান, তখনই সেই সন্তানের NPS বাত্সল্য অ্যাকাউন্টে টাকা দিন। এটি আগামী দিনে শিশুর জন্য একটি বড় সঞ্চয় তৈরি করতে সাহায্য করবে।’


এনপিএস বাতসল্য প্রকল্প চালু হওয়া ও ও এর পরিচালনার ভার পি এফ আর ডিএ ওপর পড়ায় পিএফ আরডিএ চেয়ারম্যান দীপক হেমন্ত কান্তি বলেন ‘আগে মনে করা হতো পেনশন সরকারি কর্মচারীদের জন্য। কিন্তু এনপিএস আসার পর, এটি বেসরকারি খাতের কর্মচারী এবং সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। এখন NPS বাত্সল্য প্রকল্পের মাধ্যমে শিশুদের পেনশনের সঙ্গে যুক্ত করা যেতে পারে। নাবালক প্রাপ্তবয়স্ক হওয়ার পরে এনপিএস বাৎসল্য একটি রেগুলার এনপিএস অ্যাকাউন্টে রূপান্তরিত হবে এবং চাকরি পাওয়ার পরে, এটি কর্মক্ষেত্রের এনপিএস অ্যাকাউন্টে পোর্ট করা যেতে পারে।


পেনশন সম্পদ হলো দীর্ঘমেয়াদি সম্পদ, এটিকে পুরোপুরি পুঁজি করা হলে বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির আকারে এর বড় সুফল দেখা যাবে। জনসংখ্যার 31 শতাংশের বয়স 18 বছরের নিচে। অবসরের পরিকল্পনা যদি তাড়াতাড়ি শুরু করা হয় তাহলে অনেক সুবিধা হতে পারে। এমন পরিস্থিতিতে বিনিয়োগ ও সঞ্চয়ের প্রবণতা গড়ে তোলার জন্য পেনশন প্রকল্পের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল।’ এনপিএস বাৎসল্য স্কিম কি?


NPS বাৎসল্য প্রকল্পের অধীনে পিতামাতারা একটি পেনশন অ্যাকাউন্টে বিনিয়োগ করে তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে সক্ষম হবেন। এতে দীর্ঘমেয়াদে তাদের জন্য একটি বড় তহবিল তৈরি করা যাবে। NPS Vatsalya ফ্লেক্সিবল কন্ট্রিবিউশন এবং বিনিয়োগ বিকল্প অফার করে। পিতামাতারা সন্তানের নামে বার্ষিক ন্যূনতম 1,000 টাকা বিনিয়োগ করতে পারেন। কোথায় গেলে এবং কিভাবে NPS বাৎসNPS বাৎসল্য অ্যাকাউন্ট খুলতে পারবে? শুধুমাত্র 1000 টাকার বার্ষিক বদানে খোলা যেতে পারে। ব্যাঙ্কের শাখায় গিয়ে বা অনলাইনেও NPS বাৎসল্য অ্যাকাউন্ট খোলা যেতে পারে। পোস্ট অফিস এবং পিএফআরডিএ অফিসেও NPS বাৎসল্য অ্যাকাউন্ট খোলার সুবিধা পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!