এই খবর একে বারেই নতুন কিছু না। এর আগেও একাধিক বার জাতীয় পতাকা থেকে জাতীয় সঙ্গীত সহ দেশদ্রোহী বক্তব্যে ভাইরাল করে অনেকেই যোগ্য ও উপযুক্ত শাস্তি পেয়েছেন। সেই সব খবর কারো জানতে বাকিনেই কিন্তু তারপরেও কিছু মানুষ একেবারেই অশিক্ষিত নির্বোধের পরিচয় দিয়ে থাকেন। তাদের আচার ব্যাবহারে বোঝা যায়না তারা কি অসুস্থ নাকি নেশাগ্রস্ত।
ঘটনাটি ঘটে মেরঠে। প্রজাতন্ত্র দিবসের দিন প্রাকাল্যে “আদনান” নামক এই যুবক জাতীয় সঙ্গীতের সাথে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গী করে একটি ভিডিও ভাইরাল করেন। ভিডিও টি ভাইরাল হবার সাথে সাথেই মেরঠ পুলিশ দ্রুত “আদনান” কে খুজে বের করে তাদের হেপাজতে নেন এবং জাতীয় সঙ্গীতের অবমাননার দায়ে আইনি পক্রিয়া শুরু করেন।
আপনাদের জন্য রইলো সেই ভিডিও লিঙ্ক। আমাদের উদ্দেশ্য, সকল কে সতর্ক করা। আমরা কখনোই আমাদের দেশের জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার অবমাননা সমর্থন করিনা বরং তীব্র বিরোধিতা করি।
राष्ट्रगान का अपमान कर प्रफुल्लित होने वाले मेरठ के अदनान,यूपी पुलिस की हिरासत में हैं pic.twitter.com/AhpEppL6dd
— Anamika Jain Amber (@anamikamber) January 27, 2023