গতকালই মাননীয়া মূখ্যমন্ত্রী ও তৃনমৃল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় মেঘালয়, নাগাল্যান্ড ও ত্রিপুরাতে তৃনমূল কংগ্রেসের সুচনা ও প্রচারাভিযানে যান। সেখান কার স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সাথেও পরিচিত ও আলাপ করার পর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে, তিনি তার অভিজ্ঞতার কথা উল্লেখ করতে গিয়ে “কুকু” করে উল্লেখ করেন, সেই ফুটেজ সাথে সাথেই ভাইরাল হয়েযায়। যুযুধান বিরোধী দল গুলি সাথে সাথেই সেই ভিডিও ফুটেজ নিয়ে ট্রোল করা শুরু করেন যা রাতারাতি ভাইরাল হয়।
আজ একটু আগে, তৃনমূল মিডিয়া সেলের প্রমূখ দেবাংশু ভট্টাচার্য সেই ট্রোলের যোগ্য জবাব বরং বলা ভালো শিক্ষা দিলেন একটি ভিডিওর মাধ্যমে।
ভিডিওটি তে দেবাংশু একটি বিদেশী টিভি চ্যানেলের করা তথ্যচিত্র যোগ করেন যা মেঘালয়ের একটি বিশেষ আদিবাসীদের নিয়ে তৈরী। যেখানে দেখা যাচ্ছে, সেই আদিবাসী গ্রামের সব মানুষের নাম শিস দেবার সুরের অনুকরনে। তারা একে অপর কে ডাকতে শিস দিয়েই ডাকে। ভারতের একমাত্র শিস গ্রাম বলা যেতেই পারে।
নিজের দেশের রাজ্য ও আদিবাসী সম্প্রদায় সম্পর্কে না জেনেই রাজ্যের বিরোধী দলগুলি ও সেই দলের নেতারা রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও সেই আদিবাসীদের অসম্মান করে নিজেদের মূর্খামির পরিচয় দিয়েছেন বলেই দাবী করেছেন দেবাংশু ভট্টাচার্য্য।