স্বর্ণালী পাত্র, কলকাতা: এপার বাংলা এবং ওপার বাংলাতে নিজেকে প্রতিষ্ঠিত করার পর বলিউডে পা রাখছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ছবি “কড়ক সিং”- এ বলিউডে ডেবিউ করবেন তিনি। ছবির শুটিং শেষ হয়ে গিয়েছে আগেই। জানা গিয়েছে,ছবি সংক্রান্ত কাজেই আবু ধাবিতে রয়েছেন জয়া।
IIFA ২০২৩ – এ বলি তারকাদের সাথে তিনিও যোগ দেন। আইফা অ্যাওয়ার্ডসের বেশ কিছু ছবি এবং ভিডিও তিনি গণমাধ্যমে শেয়ার করেন। তার সাথে দেখা গিয়েছে অনিরুদ্ধ চৌধুরীকে। শুধু তাই নয় অভিনেত্রীর পছন্দের অভিনেতা বিজয় বর্মার সঙ্গেও দেখা করেছেন তিনি। সেই মুহূর্তের ছবি ফ্রেমবন্দি করে ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সাথে। একটি সংবাদ মাধ্যমকে জয়া জানান, বিজয় বর্মা তার প্রিয় অভিনেতাদের মধ্যে একজন এবং তার দাহার ওয়েব সিরিজটি অভিনেত্রী দুবার দেখেছেন। তাই অভিনেতাকে সামনে পাওয়ায় সেই সুযোগ না ছেড়ে ক্যামেরাবন্দী করে নিয়েছেন মুহূর্তটি।
IIFA অ্যাওয়ার্ডসে দুদিন ই শাড়ি পড়েছিলেন অভিনেত্রী জয়া আহসান। প্রথম দিন তিনি বেছে ছিলেন সাদা শাড়ি এবং দ্বিতীয় দিনে তিনি রুপোলি পাড়ের কালো শাড়িতে সেজেছিলেন। সঙ্গে ছিল মানানসাই গয়না এবং সুন্দর রূপটান। ভারতীয় সংস্কৃতিকে রেড কার্পেটে তুলে ধরতেই তার এই পোশাক নির্বাচন। তিনি নিজেরও কিছু ছবি পোস্ট করেন সোসিয়াল মিডিয়াতে। যা দেখে ভক্তরা উচ্ছ্বসিত হয়।
সামনেই মুক্তি পেতে চলেছে জয়ার নতুন ছবি “অর্ধাঙ্গিনী”। কৌশিক গাঙ্গুলীর পরিচালিত ছবিটিতে মুখ্য চরিত্রে দেখা যাবে, জয়া আহসান, চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং কৌশিক সেনকে। মূলত সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে আসছে ছবিটি। ২ জুন সুরিন্দর ফিল্মের প্রযোজনায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। তবে, দুই বাংলা পেরিয়ে তিনি পা খুব শীগ্রই পা রাখছেন বলিউডে। “কড়ক সিং” ছবিতে ডেবিউ করবেন তিনি। এই ছবিতে পঙ্কজ ত্রিপাঠী,সঞ্জনা সঙ্গী,পার্বতী থিরুবতুর মত অভিনেতারাও থাকবেন বলে জানা গিয়েছে। ছবিটি হবে একটি পারিবারিক ড্রামা।