বৈশালী মণ্ডলঃ শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় যৌথ পরিচালনা ও প্রযোজনায় চলচ্চিত্র হলো বেলা শুরু। আজকাল বক্স অফিসে বাংলা চলচ্চিত্র এক থেকে দু সপ্তাহ বেশি চলতে দেখা যায় না সেখানে বেলা শুরু ৫০ দিনে গড়িয়েছে। এবং এখনো হাউসফুল সৌমিত্র চ্যাটার্জী ও সেনগুপ্ত শেষ কাস্টিং করা বেলা শুরুর মধ্যে দিয়ে তাদেরকে রেখে গেলেন তারা দুজনে বোঝালেন যে প্রেম ভালোবাসা বিয়ের পরেও যে সম্পর্কটা থেকে যায় সেটা বন্ধুত্ব। আর সেই বন্ধুত্ব এখন দাপিয়ে বেড়াচ্ছে বক্স অফিসে। শিবপ্রসাদ মুখার্জী বাংলা চলচ্চিত্রের বহু সুন্দর সুন্দর গল্প দর্শকদের উপহার দিয়ে এসেছে যেমন বেলাশেষে, প্রাক্তন, ইচ্ছে, অলিখ সুখ, মুক্তধারা, অ্যাকসিডেন্ড, পোস্ত প্রভৃতি চলচ্চিত্র । এবং আমাদের বাঙালি পরিচালিকা নন্দিতা রায় ও বহু বাণিজ্যিকভাবে সাফল্য বাংলা চলচ্চিত্র উপহার দিয়েছেন তার মধ্যে কিছু হল বেলাশেষে, প্রাক্তন, ইচ্ছে, অলিখ সুখ, মুক্তধারা, পোস্ত,হামি,কন্ঠ,গোত্র প্রভৃতি চলচ্চিত্র আর এবারে দুজনেই বেলা শুরুর দিন শেষ করলেন বেলা শেষে এসে , নবীনা সিনেমা হলে সেটাই উদযাপন করলো শিবপ্রসাদ মুখার্জী ও নন্দিতা রায় আমরা The Indian chronicles পক্ষ থেকে সেখানে উপস্থিত থাকি। এবং সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করি।
থাকলো সেই সুন্দর মুহূর্ত এর কিছু উজ্জল ছবি ও ভিডিওঃ
চিত্রঃ দিব্যেন্দু ধর