ভারতীয় অর্থনীতি কে চাঙ্গা করার জন্য এরকমই দাবী করলেন, দেশের অন্যতম রাজনৈতিক দল আম আদমি পার্টি।
দিল্লীর মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের, দিল্লী এডুকেশন কমিটির মেম্বার, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে রোডেস স্কলার প্রাপ্ত তথা আম আদমি পার্টির দু বারের নির্বাচিত বিধায়ক আতসী মারলেনা একটি সাংবাদিক সম্মেলনে বলেন, আমি ভারতীয় জনতা পার্টির কাছে কড়জোরে প্রাথনা করছি, আমাদের এই প্রস্তাবের বিরোধীতা করবেন না। এই প্রস্তাব শুধুমাত্র অরবিন্দ কেজরিওয়ালের প্রস্তাব নয়, এই প্রস্তাব দেশের ১৩০ কোটি মানুষের। দেশের ১৩০ কোটি মানুষ চান ভারতের টাকার ওপর লক্ষী ও গনেশের ছবি ছাপানো হোক। আমরা জানি, ভারতীয় জনতা দলের সব নেতাই অরবিন্দ কেজরিওয়াল কে ঘৃনা করেন, আর অরবিন্দ কেজরিওয়াল কে আপনারা রোজ গালি গালাজ করেন। আপনারা কেজরিওয়াল জি কে ঘৃনা করুন কিন্তু মা লক্ষী ও গনেশ জী কে ঘৃনা করবেন না। আপনারা এই দেশের নাগরিকদের সমৃদ্ধি কে ঘৃনা করবেন না। আপনারা এই দেশের বর্ধিত অর্থনীতি কে ঘৃনা করবেন না। আপনারা স্বয়ং লক্ষী ও গনেশের আশীর্বাদ কে ঘৃনা করবেন না। তাই ভারতীয় জনতা দলের কাছে আমার কড়জোরে প্রাথনা শুধুমাত্র রাজনৈতিক কারনে, অরবিন্দ কেজরিওয়াল কে ঘৃনা করার কারনে এই প্রস্তাবের বিরোধীতা করবেন না। যদি লক্ষী ও গনেশের ছবি আমাদের দেশের টাকায় ছাপা হয় তাহলে দেশের ১৩০ কোটি মানুষ, লক্ষী ও গনেশের আশীর্বাদ পাবেন, দেশের অর্থনীতি চাঙ্গা হবে। তাই আমার ভারতীয় জনতা পার্টির কাছে আবেদন, ভারতীয় টাকার ওপর লক্ষী ও গনেশের ছবি ছাপতে দিন এবং এই প্রস্তাবের বিরোধীতা থেকে দুরে থাকুন।
যদিও এ বিষয়ে ভারতীয় জনতা দল থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
“এবার পাগল করে দে মা আমায় , কাগজ কুড়িয়ে খাই” !!
আতসী মারলেনা !!সেন্ট স্টিফেন্স কলেজ দিল্লী , অক্সফোর্ড ইউনিভার্সিটি (রোডেস স্কলার ) হিস্ট্রি মাস্টার্স !!আম আদমি পার্টির দুবারের নির্বাচিত বিধায়ক , দিল্লী এডুকেশন কমিটি মেম্বার !!!! pic.twitter.com/BpkAtQOjy3
— Suvonkar Banerjee (@SuvonkarB) October 26, 2022