ভারতীয় সেনার অন্যতম সারমেয় ”জুম” । জার্মান শেফার্ড জাতের এই সারমেয় কে বিশেষ ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আতঙ্কবাদী দের খুঁজে বের করে তাদের কে নাস্তানাবুদ করার জন্য । সারমেয় জগতে জার্মান শেফার্ড প্রজাতি টি বিখ্যাত তাদের প্রভুর প্রতি আনুগত্য এবং শত্রুর প্রতি হিংস্রতার জন্য ।
আজ ভারতীয় সেনা বাহিনী ‘জুম” এর একটি ভিডিও শেয়ার করে জানায় , জম্মু কাশ্মীরের অনন্তনাগে , আতঙ্কবাদী দের একটি গোপন ডেরায় অভিযান চালানোর সময় ”জুম” আতঙ্কবাদী দের চালানো ঘাতক AK-47 রাইফেলের দু-দুটি গুলি তে আহত হয়েও , দুই আতঙ্কবাদী কে ঘায়েল করে তবেই শান্ত হয়েছিল। বর্তমানে ”জুম” এখণ চিকিৎসাধীন এবং সুস্থ আছে ।
#WATCH | In an operation in Kokernag, Anantnag, Army’s dog ‘Zoom’ attacked terrorists & received 2 gunshot injuries. In spite of that, he continued his task which resulted in neutralisation of 2 terrorists. The canine is under treatment in Srinagar, J&K.
(Source: Chinar Corps) pic.twitter.com/D6RTiWqEnb
— ANI (@ANI) October 10, 2022