নিজস্ব প্রতিনিধি: বেলা ১টা থেকে কলকাতা শহরের দুটো সবচেয়ে বড়ো স্টেশন থেকে জমায়েত করে মিছিল শুরু হয় । শিয়ালদহ এবং হাওড়া স্টেশন থেকে মিছিল এসে মেসে রানী রাসমণির রোডে। সেখানে ই শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের মহা সমাবেশ ।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় – এর প্রতিটি বিশ্ববিদ্যালয় র আচার্য্য হওয়ার বিরুদ্ধেই তাদের মূলত এই মিছিল বলে দাবি করেন তাদের নেতারা । শিক্ষাক্ষেত্রে রাজনীতিকরণ বন্ধ করার দাবি নিয়ে তাদের এই মিছিল । এবং তাদের অন্যতম দাবি ছিলো আন্দোলন চাকরিপ্রার্থীদের এর দ্রুত নিয়োগ , এবং বেয়ানি চাকরি বাতিল এবং জাতীয় শিক্ষানীতি ২০২০ পশ্চিমবঙ্গে কার্যকরী করার জন্যে ।
সমাবেশ এ বক্তৃতা রাখেন তাদের বিভিন্ন নেতারা ।