আজ সাড়ম্বরে মুক্তিপেল দেব এন্টাটেইনমেন্টের “ব্যোমকেশ ও দুর্গ রহস্য” এর ট্রেলার। পরিচালক বিরসা দাশগুপ্ত। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সৃষ্টি সত্যান্বেষী ব্যোমকেশের চরিত্রে এই প্রথম বার দেব, অজিতের চরিত্রে দেখা যাবে অম্বরীশ ভট্টাচার্য্য কে আর সত্যবতীর চরিত্রে দেখা যাবে প্রখ্যাত মডেল তথা অভিনেত্রী রুক্মিনী মৈত্র কে।
রুক্মিনী মৈত্র মডেলিং জগতে খ্যাত হলেও অভিনয় জীবনে সেই অর্থে এখনো পায়ের তলার মাটি শক্ত করতে পারেননি। এবার ব্যোমকেশের সত্যবতী হয়ে নিজেকে কতটা প্রমান করতে পারবেন সেটাই এবার দেখার।
গতবছর পুজো তে দেব, প্রসেনজিৎ এর সাথে করেছিলেন “কাছের মানুষ “। ঢালাও প্রমোশনের পরেও গত বছর অনান্য বাংলা সিনেমার প্রতিযোগিতায় একটু পিছিয়েই ছিল “কাছের মানুষ”। কিন্তু আজকে ব্যোমকেশ ও দুর্গ রহস্যের ট্রেলার সত্যিই চ্যালেঞ্জ ছুঁড়ে দিল অন্য সিনেমা গুলিকে। যদিও পুজোর অনেক আগেই, আগামী ১১ই আগষ্ট মুক্তি পেতে চলেছে “ব্যোমকেশ ও দুর্গ রহস্য”। বাঙালি সাহিত্যপ্রিয় চিরকাল তাই পুজো অবধি রেশ থেকেই যাবে। যদিও দেব এন্টারটেইনমেন্ট পুজোর বাজার দখল করতে আসছেন খুব তাড়াতাড়ি।
“ব্যোমকেশ ও দুর্গ রহস্য” এর ট্রেলার মুক্তি পেতেই দেব ভক্তরা বেশ উচ্ছসিত। ট্রেলারে দেখানো দৃশ্য গুলি থেকে অনুমান করা যায় পরিচালক বিরসা দাশগুপ্তের সাথে দেব ও অন্য কলাকুশলীরা যথেষ্ট পরাশ্রম করেছেন। তার সাথে ততটাই সুন্দর হয়েছে কালার করেকশন ও ভি এফ এক্সের কাজ। ব্যোমকেশ বক্সীর চরিত্রে দেব নিজেকে বেশ ভালোই ফুটিয়ে তুলেছেন। ব্যোমকেশ সতীর্থ অজিতের চরিত্রে অম্বরীশ ভট্টাচার্য্য কেও বাহবা দিতেই হয়। আর সত্যবতীর চরিত্রে রুক্মিনী মৈত্র নিজেকে একদম অন্যরকম ভাবে তুলে ধরেছেন।
একটা কথা আবারও প্রমান হল দেবের স্বয়ং প্রতিযোগী দেব নিজেই। নিজেকে বার বার ভেঙে তৈরী করছেন। নতুন করে তুলে ধরছেন বার বার। এরপর দর্শকদের কি প্রতিক্রিয়া তা জানতে অপেক্ষা করতে হবে আগষ্টের ১১ তারিখ অবধি। আপাতত আপনাদের জন্য রইলো “ব্যোমকেশ ও দুর্গ রহস্য” – এর ট্রেলার।