বলিউডে সুপারষ্টার দের সাথে একটা নিজস্বী থাকুক সেটা সব অনুগামী বা ভক্তরাই চান। যেকোন অনুষ্ঠানে হঠাৎ করে তাদের প্রিয় বলি অভিনেতা কে পেলে তাদের ভক্তরা সব ফেলে ছুটে যান তাদের একটু চোখের দেখা দেখতে, বা যদি তাকে নিজের ফোনের ক‍্যামেরায় বন্দী করা যায় আর যদি সুযোগ পাওয়া যায় তাহলে তার সাথে একটা নিজস্বী তোলা যায়।

এই অনুগামী বা ভক্তদের জন‍্যই তো অভিনেতারা সুপারষ্টার হয়ে ওঠেন। কিন্তু ইদানিং কালে এই সব অভিনেতারা সেসব ভূলতে চলেছেন। একটি ভিডিও টুইটারে ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে বিখ্যাত অভিনেতা স্বর্গীয় ঋষি কাপুরের পুত্র, বিখ‍্যাত অভিনেতা রনবীর কাপুর বিরক্ত হয়ে তার ভক্তের ফোন ছুঁড়ে ফেলে দিচ্ছেন। এই ভিডিও ভাইরাল হতেই অনেকেই রনবীর কে কটাক্ষ করতে শুরু করেছেন।