Home » অ্যাডামাসে জমজমাট ইয়ুথ ফেস্ট

অ্যাডামাসে জমজমাট ইয়ুথ ফেস্ট

অ্যাডামাস ইউনিভার্সিটিতে হয়েগেল দুই দিন ব্যাপী বার্ষিক ইয়ুথ ফেস্ট ‘অ্যাডিনোভা ২০২৩’। বারাসাত ক্যাম্পাসের অ্যাডামাস নলেজ সিটিতে এই উৎসব অনুষ্ঠিত হয়। পঞ্চাশটিরও বেশি কলেজ এবং ইউনিভার্সিটি এবং ৩০০০ এরও বেশি পড়ুয়া এই অনুষ্ঠানে অংশ নেন।


পরিচিত বাংলা ব্যান্ড বর্ণ অনন্য ও ওয়েভস ইন টাউন অনুষ্ঠানে মঞ্চ মাতিয়ে দেয়। তাদের গানের জাদুতে মুগ্ধ হন উপস্থিত সকলেই। মঙ্গলবার আসর মাতাতে অনুষ্ঠানে যোগ দেবে জনপ্রিয় বাংলা ব্যান্ড লক্ষ্মীছাড়া ও সুকল্যাণ দ্য এনটোরেজ।
শিক্ষাজগতে বিরাট অবদানের জন্য অ্যাডামাস ইউনিভার্সিটি ইতিমধ্যেই সমাজে নিজের জায়গা করে নিয়েছে।


পরিচিত প্রতিযোগিতাগুলি ছাড়াও এই ফেস্ট-এ অনুষ্ঠিত হয় বিভিন্ন ইন্টার-কলেজ প্রতিযোগিতা। সেগুলির মধ্যে অন্যতম ছিল ‘বায়োস্কোপ’- শর্ট ফিল্ম প্রতিযোগিতা, ম্যাজিকুইল- ক্রিয়েটিভ রাইটিং বা সৃজনশীল রচনা, ভক্সপপ- তর্ক-বিতর্ক, ইনকুইসিটিভ- কুইজ, সাউন্ড অফ মিউজিক- সঙ্গীত প্রতিযোগিতা, পাঞ্চলাইন- স্ট্যান্ডআপ কমেডি। এছাড়াও ছিল আর্ড-ইয়ু-নো ভি৪.০- বৈজ্ঞানিক মডেল তৈরির প্রতিযোগিতা ও তাতা থইয়া- শাস্ত্রীয় নৃত্য প্রতিযোগিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!