দেব এর নতুন ছবি ”কাছের মানুষ” এর প্রচার চলছে জোর কদমে । পুজোর আনান্দে মেতে উঠেছে বাঙালি, এখন থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় উপচে পড়ছে। ৩০শে সেপ্টেম্বর রিলিজ করছে ” কাছের মানুষ” তাই প্রচারে খামতি রাখতে চাইছেন না দেব । আজ তিনি তার টুইটার একাউন্ট থেকে ”কাছের মানুষ” শুটিং এর ফাকে শুট করা একটি মোবাইল ক্লিপ শেয়ার করলেন , যেখানে পুজোর কটা দিন প্রসেঞ্জিত কি কি খেয়ে উপভোগ করেন সেই সব আলচনা করছেন । আপনাদের জন্য রইল সেই ভিডিও লিঙ্ক