
স্টার্টআপ এনাবলার হিসেবে ভোপালে আয়োজিত ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করল অ্যাডামাস ইউনিভার্সিটির ই-যুব সেন্টার। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক, বিশ্ব বিজ্ঞান মন্ত্রক এবং বিজ্ঞান ভারতীর যৌথ উদ্যোগে অষ্টম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালের আয়োজন করা হয়।

ভোপালে আয়োজিত আইআইএসএফ ২০২৩-এর অনুষ্ঠানে অ্যাডামাস ইউনিভার্সিটির ই-যুব কেন্দ্রের স্টলে উপস্থিত বিআইআরএসি (BIRAC)-এর প্রতিনিধিরা।
এই উৎসবের মধ্যে দিয়ে সহজ উপায়ে সমাজে বিজ্ঞানের প্রভাবকে উদযাপন করা হয় এবং তার জন্য বিভিন্ন আলোচনামূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বিআইআরএসি (BIRAC) পরিচালিত স্টার্টআপ কনক্লেভও এই প্রথমবার নিজেদের স্থান করে নেয় এই বিজ্ঞান উৎসবে। এই অনুষ্ঠানে স্টার্টআপ সংস্থাগুলি নানা ধরনের নতুনত্বে ভরা সামগ্রী ও প্রযুক্তির প্রদর্শন করে এবং পাশাপাশি কীভাবে স্টার্টআপ সংস্থা গঠন করা যায় ও ভারতে সেসবের কেমন সুযোগ-সুবিধা রয়েছে সেই নিয়ে আলোচনাও চলে।
এই বিজ্ঞান অনুষ্ঠানে অ্যাডামাস ইউনিভার্সিটির ই-যুব সেন্টারও নিজেদের একটি স্টল দেয়। সেখানে ইনকিউবেশন-এর কাঠামো ও তার সুযোগ-সুবিধার প্রদর্শন করা হয়। এছাড়া নতুন উদ্ভাবক ও নব্য ব্যবসায়ীদের পাশে থাকার জন্য তাঁদের যাবতীয় সহায়তা করা হয়। এছাড়াও বিভিন্ন বায়ো-নেস্ট ও ই-যুব কেন্দ্র এই অনুষ্ঠানে অংশ নেয় এবং তাদের স্টার্টআপ সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রদর্শন করে।
Leave a Reply