খবরটা বেশ চমকপ্রবণ বলুন ? শেষ পর্যন্ত প্রসেনজিৎ ঋতুপর্ণা বিয়ে সারলেন ? আসল ব্যাপার টা কি? চলুন জেনে নিই । ব্যাপারটা হল 25 নভেম্বর মুক্তি পেয়েছে সম্রাট শর্মা পরিচালিত বাংলা ছবি ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন হরনাথ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অনন্যা গুহ, পরিচালক অনুপ সেনগুপ্ত, মানসী সিনহা-সহ আরও অনেকে ৷ এই প্রেক্ষাগৃহেই একসময় মুক্তি পেয়েছিল প্রসেনজিৎ, ঋতুপর্ণা অভিনীত হিট ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ এবং ‘মায়ের আঁচল’ । আবার এই প্রেক্ষাগৃহেই হাজির ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ । ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন হরনাথ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অনন্যা গুহ, পরিচালক অনুপ সেনগুপ্ত, মানসী সিনহা-সহ আরও অনেকে ৷

এদিন প্রিমিয়ার চলাকালীনই দু’জন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা নামের দম্পতির ফের বিয়ে দেওয়া হল । আসল গল্প ত হল যাদের এদিন বিয়ে দেওয়া হয় সেই কনের নাম ঋতুপর্ণা । তিনি নাকি ঠিক করেছিলেন প্রসেনজিৎ নামের পাত্রকে ছাড়া তিনি আর কাউকেই বিয়ে করবেন না । আর শেষ পর্যন্ত তাই করেছেনও । এই ঘটনার কথা জানতেন ইন্ডাস্ট্রির সবার প্রিয় বুম্বাদা । তাই তিনিই সেই দম্পতিকে আনানোর ব্যবস্থা করেন প্রিমিয়ারে ।

2018 সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা । ফের 2022 সালে তাঁদের বিয়ে দিলেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা ।

তারকারা আমাদের জীবনে অনেকটা জুড়ে রয়েছে । আমরা মাঝেমাঝে টেরও পাই না। কখনও সেটা হয়ে ওঠে ভালবাসার সম্পর্ক, আবার কখনও একটা বিড়ম্বনা। গুলিয়ে যায় বাস্তব এবং কল্পনা। সেই ভাবনা থেকেই এই ছবির শুরু। কখন যে সেটা অজান্তেই একটা মিষ্টি প্রেমের গল্পে পরিণত হয়, তা বোঝাও যায় না। আর সেখানেই জমে যায় ‘প্রসেনজিৎ ওয়েড্‌স ঋতুপর্ণা’ ।

ছবির মুখ্য চরিত্রে রয়েছে ঋষভ ও ঈপ্সিতা। ছাপোষা বাঙালি ছেলের চরিত্রে ঋষভ, যে হঠাৎ প্রেমে পড়ে গিয়েছে। দর্শকের কথায় ঋষভ ভাল অভিনয় করেছেন। তবে চোখ সরানো যায় না ইপ্সিতার উপর থেকে। ছটফটে, রাগী, স্বপ্ন দেখতে ভালবাসা মেয়ের চরিত্রে ইপ্সিতা অসম্ভব স্বতঃস্ফূর্ত। নাচ-গানের দৃশ্যেও তার মধ্যে একটুও জড়তা নেই।

তবে বিয়ের তোরজোর গান ছাড়া কি সম্পূর্ণ হয় ? এবার আর খামতি রাখেননি রিয়েল লাইফের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ প্রিমিয়ারে সকলের সঙ্গে গানের তালে তালে নাচলেন আমাদের বুম্বাদাও ৷ এবার বক্স অফিসে কেমন ব্য়বসা দেয় এই ছবি সেটাই দেখার ।