Headlines
Home » কলকাতা পুলিশের তরফ থেকে শুরু হল “পথ নিরাপত্তা” সপ্তাহ।

কলকাতা পুলিশের তরফ থেকে শুরু হল “পথ নিরাপত্তা” সপ্তাহ।

দেশের অন‍্যতম ব‍্যৃ‍্যাস্ততম শহর আমাদের তিলোত্তমা। অনেকেরই অজানা, একটি পরিসংখ্যান অনুযায়ী এশিয়ার সবথেকে স্বল্পতম প্রস্থের পথে সব থেকে বেশী যান বাহন চলাচল করে আমাদের এই কলকাতা শহরে এবং কোলকাতা ট্রাফিক পুলিশ এই স্বল্পতম প্রস্থের পথে যেভাবে ব‍্যাস্ততম পথ গুলিকে নিরাপত্তার সাথে পরিচালনা করেন তা একটি বিস্ময়।

আজ কলকাতা পুলিশের “সেফ ড্রাইভ সেফ লাইফ” কর্মসূচির অন‍্যতম অঙ্গ হিসাবে শুরু হল “পথ নিরাপত্তা সপ্তাহ” আয়োজনে কলকাতা ট্রাফিক পুলিশ বিভাগ। শহরের বিভিন্ন ট্রাফিক গার্ড থেকে পথ সচেতনতা বাড়াতে, সারা বছরই নানান পরিকল্পনা রুপায়ন করা হয়ে থাকে। আগামী এক সপ্তাহ ধরে শহরের বিভিন্ন প্রান্তে বিশেষ ভাবে পালিত হবে এই “পথ নিরাপত্তা সপ্তাহ”।

 

 

আজ পার্ক সার্কাস ৭ পয়েন্ট মোড়ে, এই “পথ নিরাপত্তা সপ্তাহের” আনুষ্ঠানিক সুচনা করলেন মাননীয় নগরপাল শ্রী বিনীত কুমার গোয়েল, আই পি এস। একটি বাইক র‍্যালি ও দুটি পথ নিরাপত্তার বার্তাবাহী ট‍্যাবলোর যাত্রা দিয়ে শুরু হল এই অনুষ্ঠান।

 

এ ছাড়াও আমরা শহরবাসী, কলকাতা পুলিশ ও কলকাতা ট্রাফিক পুলিশ কে বার বার পাশে পেয়েছি করোনা কালে এবং অনান‍্যদিন গুলিতেও। কখনো মুমুর্ষ রোগী কে গ্রীন চ‍্যানেল করে দ‍্রুত হাসপাতালে পৌঁছনোর ব‍্যাবস্থা করেন, কখনও বা পথে বয়স্ক বা গর্ভবতী নারী অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার ব‍্যাবস্থা করায় আবার কখনো পরিক্ষার্থী কে দ্রুত পরিক্ষাকেন্দ্রে পৌছে দিয়ে। এছাড়াও আরো অনেক সাহায্যে পেয়ে কলকাতা বাসী, কলকাতা পুলিশ ও কলকাতা ট্রাফিক পুলিশ বিভাগের কাছে কৃতজ্ঞ ও গর্বিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!