কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সরস্বতী পূজার জন্য টেন্ডারের নোটিশ জারি নজিরবিহীন ও বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবিরোধী এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোর প্রাতিষ্ঠানিক বিরোধীতা লজ্জাজনক : ABVP
প্রথমত, কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জারি করা নির্দেশিকা অনুযায়ী এবছর সরস্বতী পুজো টেন্ডার ডেকে করানো হবে। পুজোর প্রসাদ থেকে প্যান্ডেল, আলপনা সমস্ত ব্যবস্থাপনা (N.I.T. No.- R/19/23 ও R/20/23) টেন্ডারের মাধ্যমে করানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ABVP-র বিশ্বাস, স্থায়ী ছাত্র ইউনিয়নের অভাবে তৃনমূল ছাত্র পরিষদের একাধিক গোষ্ঠীর মধ্যে পুজোর দায়িত্ব নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের আশঙ্কা করেই এই সিদ্ধান্ত। ঐতিহাসিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো হয়ে এসেছে পড়ুয়াদের জন্য, পড়ুয়াদের উদ্যোগে। সেখানে দরপত্রের বিজ্ঞপ্তি দিয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অযাচিত এবং ABVP এই চিন্তাভাবনার প্রতিবাদ জানায়।
দ্বিতীয়ত, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোর অনুমতি না দেওয়া কোনভাবেই শিক্ষা প্রতিষ্ঠানের সেক্যুলারিজমের অবস্থান স্পষ্ট করেনা। কারন, সরস্বতী পুজো এমন একটি উৎসব যেখানে ধর্ম-শ্রেনীর উর্ধ্বে সমস্ত ছাত্রছাত্রীদের অংশগ্রহণ দেখা যায়। এছাড়াও, সরস্বতী বিদ্যার দেবী, তাঁর আরাধনা শিক্ষাঙ্গনে হবে এটাই স্বাভাবিক। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের উর্ধ্বে নয়।
পশ্চিমবঙ্গের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বাগদেবীর আরাধনা হোক। বিনাশ হোক সমস্ত অশুভ শক্তির।
শ্রী সঙ্গীত ভট্টাচার্য্য
রাজ্য সম্পাদক
ABVP দক্ষিণবঙ্গ
(এই প্রেস বিবৃতি কার্যালয় সম্পাদক বিকাশ শর্মা কর্তৃক প্রকাশিত)