
ভারতীয় সঙ্গীতের অন্যতম জাদুকর এ আর রহমানের নামে কানাডা সরকার তাদের দেশে একটি পথের নাম করন করে অস্কার জয়ী সঙ্গীত জাদুকর কে সম্মানিত করলেন। এর সাথে সাথে গর্বিত হল সমগ্র ভারতীয়রা। এর আগেও কানাডায় মহাত্মা গান্ধীর নামে পথ ছিল।
এই অনুষ্ঠানের ছবি তার ইন্স্টাগ্রামে শেয়ার করে জানান। তিনি কানাডা সরকারের এই সম্মাননায় অভিভূত এর সাথে সাথে আরো ভালো কাজ করার দায়িত্ব আরো অনেক বেড়ে গেল। অবসর নেবার ভাবনা কল্পনাতীত।
এই মুহুর্তে রহমান মনি রত্নমের পোন্নিয়ান সেলভানের পোষ্ট প্রডাকশনের কাজে ব্যাস্ত। এই ছবিটির প্রথমাংশ রিলিজ হবে 30শে সেপ্টেম্বর।
গত 29শে আগস্ট রহমান তার টুইটার একাউন্টে ছবি সহ প্রকাশ করেন যে কানাডার মারাখামের একটি রাস্তার নাম তার নামের ওপর নামাঙ্কিত হয়েছে। এর সাথে কানাডিয়ান কর্মকর্তা দের সাথে তার ছবিও শেয়ার করেন।
— A.R.Rahman (@arrahman) August 29, 2022
Leave a Reply