Home » কিশোর কুমারকে সন্মান জানাতে এবার সবুজসাথি চলেছে মেট্রো স্টেশনের দিকে

কিশোর কুমারকে সন্মান জানাতে এবার সবুজসাথি চলেছে মেট্রো স্টেশনের দিকে

বৈশালী মণ্ডলঃ নেতাজি সুভাষচন্দ্র, শহীদ ক্ষুদিরাম, কবি নজরুল, মাস্টারদা সূর্যসেন, শহীদ যতীন দাস, মহানায়ক উত্তম কুমার, এবার তালিকা আবদ্ধ হতে চলেছে হেমন্ত মুখোপাধ্যায় ও কিশোর কুমার হ্যাঁ ঠিকই শুনেছেন নিউ গড়িয়া এয়ারপোর্ট রুটের রুবি স্টেশনে নামকরণ হলো হেমন্ত মুখোপাধ্যায় নামে ও কিশোর কুমারের নামে মেট্রো স্টেশনের নামকরণ হওয়ার সম্ভাবনা দেখা মিলছে সবুজ মহলে।

কিশোর ভক্তদের দাবি ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান, শিয়ালদা, এসপ্ল্যানেড, বিবাদীবাগ, যেকোনো একটি স্টেশনের নাম কিশোর কুমারের স্মরণে রাখা হোক কিশোর ভক্তদের দাবি মেটাতে নবান্নের শীর্ষ মহল সবুজ সঙ্কেত দিল কেন্দ্রকে সেখান থেকে ছাড়পত্র পেলেই কাজটি সম্পন্ন করিবেন সবুজ মহল মেট্রোর বক্তব্য স্টেশনের নামকরণের বিষয়টি নির্ভর করে সংশ্লিষ্ট রাজ্য সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওপর অনুরাগীদের দাবি সংগীতশিল্পী কিশোর কুমারের নামে মেট্রো স্টেশন এর নামকরণ করে তার জন্মদিনের তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!