Home » কুম্ভ মেলায় কল্যানীর মাঝের চর ঘাটে কুম্ভ স্নানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।

কুম্ভ মেলায় কল্যানীর মাঝের চর ঘাটে কুম্ভ স্নানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।

১ বা ৫ বা ১০ বছর নয়, দীর্ঘ ৭০৩ বছর পর আবার কুম্ভমেলার (Kumbh Mela) আয়োজন করা হচ্ছে হুগলি জেলার বাঁশবেড়িয়ার ত্রিবেণীতে (Tribeni)। পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) পর মাঘ সংক্রান্তি অর্থ্যাৎ বিষুব সংক্রান্তিতে এই কুম্ভ স্নানের আয়োজন হত বহু বছর আগে। 703 বছর পর ত্রিবেণীতে কুম্ভমেলা, সেজে উঠছে মুক্তবেণী ইতিহাসের বিভিন্ন দলিল থেকে জানা যায়, সপ্তগ্রাম ও ত্রিবেণী শিক্ষা ও সংস্কৃতির তীর্থভূমি ছিল । জানা যায়, উত্তরে প্রয়াগ রয়েছে এলাহাবাদে । দক্ষিণে প্রয়াগ রয়েছে এই ত্রিবেণীতে । বিভিন্ন সাধু-সন্তর কথায়, এটাই কুম্ভের উপযুক্ত স্থান । মঙ্গলকাব্য, বৈষ্ণব সাহিত্য, শাক্ত সাহিত্য, সাধারণ বাংলা সাহিত্যেও এর উল্লেখ রয়েছে । কিন্ত সেই ঐতিহ্য হারিয়ে গিয়েছিল কালের গর্ভে ।
কুম্ভ চলার সময় কয়েকটি বিশেষ দিন আছে, যে সময় গঙ্গায় স্নান করলে আরও বেশি শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয়।
আজ কিছুক্ষন আগেই ত্রিবেনীতে আয়োজিত এই কুম্ভমেলায় পূন্য স্নান করলেন রাজ‍্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
SOURCE :BJP West Bengal FACEBOOK PAGE 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!