Home » কোলকাতায় ”হিট” রাজকুমার । EXCLUSIVE REPORT

কোলকাতায় ”হিট” রাজকুমার । EXCLUSIVE REPORT

কোলকাতায় রাজকুমার , অর্থাৎ বলিউডের তথা ভারতের এই মুহূর্তে সিনেমা প্রেমীদের প্রথম সারীর পছন্দের নায়ক রাজকুমার রাও। আজ কোলকাতার পার্ক হোটেলে করে গেলেন তার নতুন থ্রিলার সিনেমা  ” HIT” এর পোস্টার লঞ্চ ও প্রমোশন।

 

রাজকুমার রাও জানালেন প্রতিবারের মত তিনি এবারও একদম অন্যরকম একটি থ্রিলার গল্পে কাজ করছেন যা দর্শক আগে দেখেননি এবং এই সিনেমাতে অভিনয় করার জন্য তাকে যথেষ্ট পড়াশোনা ও পরিশ্রম করতে হয়েছে।

ছবি; দিব্যেন্দু ধর

তিনি আরও বলেন এই সিনেমার পরিচালক ডাঃ শৈলেশ কলানু   নিজেও একজন চিকিৎসক এবং তিনি নিজে এই সিনেমার জন্য প্রায় ৩০০ টি সত্য মানসিক সমস্যা জনিত ঘটনা খুব কাছ থেকে দেখেছেন।

ছবি ঃ দিব্যেন্দু ধর
ছবি ঃ দিব্যেন্দু ধর

 

 

 

যদিও এই ফিল্মটি পরিচালক ডাঃ শৈলেশ কলানুর এর প্রথম তামিল ফিল্ম ‘ ” HIT” এর হিন্দি অনুকরন। তামিল ফিল্ম টিতে নায়কের ভুমিকায় ছিলেন বিসুয়াক সেন আর হিন্দি তে নায়কের ভুমিকায় থাকছেন রাজকুমার রাও। নায়িকা থাকছেন – সান্যা মালহত্রা ।

 

 

 

 

 

 

 

PRESS RELEASE

আগামী ১৫ই জূলাঈ,২০২২ শে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ” HIT” ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!