Home » জামাইষষ্টি কে উপলক্ষ করে রেকর্ড গড়ল মদ বিক্রি রাজ্যে কোন জেলা এগিয়ে?

জামাইষষ্টি কে উপলক্ষ করে রেকর্ড গড়ল মদ বিক্রি রাজ্যে কোন জেলা এগিয়ে?

বৈশালী মণ্ডলঃ  জামাইষষ্ঠী মানেই রকমারি খাবার ও কব্জি ডুবিয়ে খাওয়া দাওয়া সকাল থেকে দোকান বাজার এবং বিভিন্ন রেস্তোরাঁ তে ভির উবছে পড়ে এটাই স্বাভাবিক কিন্তু এই বছরে রেস্তোরাঁ দোকান বাজার এর পাশাপাশি ভিড় লক্ষ্য করা যায় মদের দোকানে হ্যাঁ ঠিকই শুনেছেন এবারে মাত্র একদিনে মদ বিক্রির পরিমাণ শুনলে আপনার হয়তো চক্ষু চড়কগাছ হয়ে যাবে আবগারি দফতরের এক কর্তা জানান বড়দিন এবং নিউ ইয়ারের রাতে যে পরিমান মদ বিক্রি হয় তার সাথে এবার পাল্লা দিয়েছেন জামাই ষষ্ঠী।

রাজ্যে এগিয়ে পূর্ব মেদিনীপুর এবং দ্বিতীয়তে আছে কোচবিহার পূর্ব মেদিনীপুরের ২৬৮ টি লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে মোট ৪ কোটি ৪০ লক্ষ ৭৫ হাজার ৪০৫ টাকার মদ বিক্রি হয়েছে এবং কোচবিহারে ৫৪ টি লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে মোট ১ কোটি ৫৬ লাখ ১২ হাজার ৩৪৪ টাকার মদ বিক্রি হয়েছে।

কিছু মাস আগে বিষ মদ্যপান করে অনেকেরই মৃত্যু ঘটে নড়েচড়ে বসে প্রশাসন মহল এই ঘটনায় অনেকেই গ্রেফতার করা হয়েছে রাজ্যে আবেগরি শুল্ক কমিয়ে দেওয়ায় মদের দাম অনেকটাই কমে যায় ফলে বিভিন্ন দেশি-বিদেশি মদ বিয়ার মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সবারই আয়ত্তের মধ্যে আসে ফলে তার জন্যই শুধুমাত্র জামাইষষ্ঠীতে রেকর্ড করলো মদ বিক্রির পরিমাণ

One thought on “জামাইষষ্টি কে উপলক্ষ করে রেকর্ড গড়ল মদ বিক্রি রাজ্যে কোন জেলা এগিয়ে?

  1. জামাইষষ্টীতে খাইয়ে মদ,
    পারবেনা বলতে জামাইটা বদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!