Home » জামাই ষষ্টিতে বাজারে দাম আগুন শ্বশুরের মাথা গরম

জামাই ষষ্টিতে বাজারে দাম আগুন শ্বশুরের মাথা গরম

বৈশালী মণ্ডলঃ পোহালেই জামাই ষষ্ঠী, যাতে হাত দিচ্ছে তাতেই ছ্যাকা মারছে অগ্নি মূল্য বাজার জামাইষষ্ঠীর আগের দিন মাছ থেকে ফল আনাজ থেকে মিষ্টি তার সাথে রান্নার জ্বালানির দাম সবই আগুন ,আর বাঙালি মানেই খাদ্য রসিক এটা আমরা সবাই জানি জামাই এর মন রাখতে কি কিনবে শশুর কি রান্না করবে শাশুড়ি রা তাই নিয়েই মাথায় হাত আর জামাইষষ্ঠী মানেই পাতে ইলিশ চিংড়ি পাবদা, সবই আকাশছোঁয়া দাম, মাছের পাশাপাশি আম লিচু জাম সবই অগ্নিমূল্য।

২ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২০০০ থেকে ২৫০০ টাকায়, ৯০০ থেকে ১৬০০ টাকার ঘোরাফেরা করছে বাগদা চিংড়ি , গলদা চিংড়ি ৬৫০ থেকে ৮০০/৯০০ দরে , ছোট ভেটকি ৫০০, বড় ভেটকি ৬০০ থেকে ৭০০ টাকা দরে হিমসাগর ১০০ টাকায় ল্যাংড়া গোলাপখাস ১৪০ টাকায় লিচু কিনতেও পকেটএ টান পড়ছে গুনে গুনে, বের করতে হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কাঁঠাল ১৩০ থেকে ১৫০ দাম মুরগি কাটা বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৯০ দামে জামাইয়ের পাত সাজাতে মূলত পকেটের টান পড়ছে সাধারণ জনতার অনেকে দরদাম করে কিনলেও কিছু মানুষ দাম শুনেই বাজার ঘুরে চলে আসছে কষ্ট হলেও জামাইষষ্ঠী বলে কথা কিছুটা সাধ্যের মধ্যে কিছুটা সাধের বাইরে গিয়েও কিনে ঘরে ফিরছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!