বরেন‍্য চিত্র পরিচালক সত‍্যজিত রায়ের গুপি গাইন বাঘা বাইনের একটি বিখ‍্যাত গানের কথা মনে পড়ে গেল। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাইরে……. হুজুগে মানুষের আনন্দ করার যে কত পথ আছে তা বোধ হয় চোখে না দেখে বিশ্বাস করা যায়না। পৃথিবীর জীবকুলের সব থেকে আধুনিক ও উন্নত মস্তিষ্কের জীব মানুষ, তার পরেও তারা অদ্ভুত কান্ড কারখানা করে বসে।

টুইটারে ভাইরাল হয় একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, কোন একটি ঘুড়ি ওড়ানোর উৎসবে একটি বড় মাপের ঘুড়ির লেজের সাথে একটি তিন বছরের শিশুকে বেধে ওড়ানো হচ্ছে। বেশ কিছুক্ষণ শিশুটি প্রায় বিনা নিয়ন্ত্রণে, বিপজ্জনক ভাবে শূন‍্যে উড়তে থাকে। তারপর হাওয়ার গতিবেগ কমে যাওয়ায় নিজেই মাটিতে নেমে আসে এবং স্থানীয় লোকজন শিশুটিকে ধরে ফেলেন।

নজির বিহীন এই ঘটনা টি কোথাকার বা কবেকার তা জানা যায়নি। তবে ঘুড়ির আকার ও আকৃতি দেখে ধারনা করা যায় এটি সম্ভবত পাশ্চাত্য দেশের।

এই ভিডিওর সত‍্যতা আমরা জাচাই করিনি। পৃথিবীর কোন প্রান্ত থেকে এর কোন প্রতিবাদের কথা আমরা এখনো জানতে পারিনি। আপনাদের জন‍্য রইলো সেই টুইটারের লিঙ্ক।