সব জল্পনার অবসান হল শুক্রবার রাতেই। কিছুদিন আগেই একটি গুজব রটে, অভিষেক বন্দোপাধ‍্যায়ের ক‍্যামাক স্ট্রিটের অফিসে দুজন বিজেপি নেতা কে দেখা গেছে, সেই নিয়েই শুরু হয় রাজনৈতিক গুঞ্জন।

VIRAL IMAGE

তারপরেই একটি ছবি ভাইরাল হয়, যে ছবিতে, তৃনমূল কংগ্রেসের প্রতীকী ব‍্যানার এর নিচে, মেদিনীপুরের এক তৃনমূল নেতার পাশে বসে আছেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরন। কিন্তু হিরন বার বার সেই অভিযোগ অস্বীকার করে জানিয়েছিলেন তিনি কলকাতার বাইরে ছিলেন।

শুক্রবার রাতে, নিজাম প‍্যালেসে রাজ‍্যের বিরোধী দল, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সাথে বৈঠক সারেন হিরন। হিরন, শুভেন্দু অধিকারী কে জানান, তিনি কোন ভাবেই তৃনমূল কংগ্রেসে যাচ্ছেন না। শুভেন্দু অধিকারী হিরন কে প্রতিশ্রুতি দিতে বলায়, হিরন প্রতিশ্রুতি বদ্ধ হয়েছেন বলেই বিজেপি সুত্র থেকে জানা যাচ্ছে।