দেশের কোন নাগরিক কেই, তথ‍্য প্রযুক্তি আইন Section 66A ধারায় অভিযুক্ত করা যাবে না, কারন এই আইন ২০১৫ সালেই বাতিল করা হয়েছে। এমন টাই আজ রায় দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি শ্রেয়া সিংহল।

বাতিল করা Section 66A অনুযায়ী , কোন ব‍্যাক্তি আপত্তিকর কোন কিছু ইন্টারনেট বা সামাজিক মাধ‍্যমে পোষ্ট করলে তাকে এই ধারার অধীনে ৩ বছরের জেল ও জরিমানা করার নিদান ছিল যা অন‍্যদিকে সাধারণ মানুষ বা নাগরিকদের বাকস্বাধীনতায় ছিল বেআইনি হস্তক্ষেপ।

বর্তমানে পশ্চিমবঙ্গে বেশ কিছু বছর ধরেই এই জাতীয় মামলার সংখ্যা বেড়েছে এবং বেশকিছু ইউটিউবার কে এই মামলার সম্মুখীন হতে হয়েছে।