পূজো নিয়ে বাঙালী চিরকালই আবেগ প্রবণ। সারাটা বছর সুখ দুঃখ মাথায় নিয়ে বাঙালী এঈ পাচ টা দিনের অপেক্ষায় থাকে। সকলেই মেতে ওঠেন এই কটা দিন। গতকাল কসবায় নিজের পাড়ার পুজো মণ্ডপে ধুনুচি নাচে মেতে উঠলেন বাঙলা চলচিত্রের অন্যতম প্রধান সারীর নায়িকা ও তৃণমূল নেত্রী মিমি চক্রবর্তী ।
আপনাদের জন্য রইলো সেই ভিডিও লিঙ্ক
ধুনুচি নাচ 💃🏻💃🏻 @mimichakraborty 😍😍😍 pic.twitter.com/PGGlbwI3cO
— Bhaswati Ghosh (@bhaswati10) October 4, 2022
Post Views: 410