ঝাড়খণ্ডেড় প্রত্যন্ত গ্রামের একটি ছোট্ট সরকারী স্কুল। যেখানে ছাত্রছাত্রী সংখ্যা হাতে গোনা। এই স্কুলের পরিবেশ খুবই খারাপ । না আছে সঠিক পানীয় জলের ব্যবস্থা না আছে সঠিক শৌচাগার । স্কুলের চারিদিকে গজীয়ে উঠেছে ঝোপ ঝাড় । এমনকি ভেঙে পড়েছে কয়েকটি শ্রেণী কক্ষ। ছাত্রছাত্রীরা না আসার কারণে স্কুলে আসেন না শিক্ষকরাও টাই খুব স্বাভাবিক ভাবেই স্কুলের পড়াশোনা শিকেয় ঊঠেছে। কিন্তু ছোট্ট সরফরাজের পড়াশোনার প্রতি ভীষণ আগ্রহ তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করে স্কুলের দুরা অবস্থার কথা জানাতে গিয়ে নিজেই একজন সাংবাদিকর ভূমিকায় নামে। সাথে তার একটি বন্ধু যে তার স্মার্ট ফোনের ক্যামেরা দিয়ে পুরো সাংবাদিকতা রেকর্ড করছিল । ছোট্ট সরফরাজ হাতে একটি পুরানো কোল্ড ড্রিংকের প্লাস্টিক বোতল কে মাইকের মত করে ধরে তার অন্যান্য সহপাঠী বন্ধু দের সাক্ষাৎকার নিয়েছে । জানতে চেয়েছে কেন তারা নিয়মিত স্কুলে আসেনা ? স্কুলের বর্তমান অবস্থা ঠিক কি রকম বেহাল অবস্থা তা তুলে ধরেছে সামাজিক মাধ্যমে। যা ভাইরাল হয়ে পৌছে গেছে ঝাড়খণ্ড রাজ্যের শিক্ষা দফতরের কাছেও। শুধু তাই না সরফরাজ একেবারে একজন অভিজ্ঞ সাংবাদিকদের মতোই সাংবাদিকতা করে সকল কে চমকে দিয়েছে । আপনাদের জণ্য রইলো সেই ভাইরাল ভিডিও ।
আর সরফরাজ কে আমাদের তরফ থেকে কুর্ণিশ জানাই ।
बच्चे की सच्ची पत्रकारिता को दिल से सलाम
वीडियो झारखंड की है और बच्चे का नाम सरफराज है@MaazAkhter800#JharkhandNews #Viral pic.twitter.com/dsKVdtiRSe— Maaz Akhter (@MaazAkhter800) August 4, 2022