বাংলাদেশ থেকে নির্বাসিত বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিন বরাবরই নারীমুক্তি সহ ইসলাম ধর্মের পিতৃতান্ত্রিক ও কুরুচিপূর্ণ নিয়মের বিরুদ্ধে লিখে শিরোনামে থেকেছেন। দেশ থেকে নির্বাসিত হবার পর বেশ কিছু দেশঘুরে বর্তমানে তিনি দিল্লিতে বসবাস করেন।

তার সাম্প্রতিক কালে নতুন কোন বই প্রকাশিত না হলেও তিনি সামাজিক মাধ‍্যমে যথেষ্ট সচল থাকেন এবং বিভিন্ন বিষয়ে তার মতামত ব‍্যাক্ত করে থাকেন। সেখানেই তিনি জানিয়েছেন এই ঘটনা টি।

তিনি নিজের আবাসেই অসাবধানতাবশত পড়ে গিয়ে কোমরে আঘাত পান। চিকিৎসক পরিক্ষা করে জানান তার কোমোরের ফেমোরাল নেক ক্ষতিগ্রস্ত হয়েছে যা অপারেশন করানো দরকার। তাসলিমা জানান, চিকিৎসক সেই অপারেশন করতে গিয়ে তার অনুমতি ছাড়াই বা তাকে না জানিয়ে তার সমগ্র কোমোরের হাড়ের প্রতিস্থাপন ( Total Hip replacement ) করে দেন। যার ফলে তিনি নিজেকে আজীবনের জন‍্য প্রতিবন্ধী বলেই অনুভব করছেন।

তবে কোন হাসপাতালে বা চিকিৎসকের নাম তিনি উল্লেখ করেননি। আইনি পথে অভিযোগ করেছেন কিনা সে বিষয়েও কোন কিছু উল্লেখ করেননি।